মালিক মনজুর, বিশেষ প্রতিনিধি:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোমে স্থায়ী শহীদ মিনারে ইতালি যুবলীগ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে।
বাংলাদেশ সময় ১২টা ০১মিনিটে একুশের প্রথম প্রহরেই ইটালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন।
একুশের প্রথম প্রহরে বাংলাদেশ এর সাথে মিল রেখে যুবলীগ ইটালী শাখার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ইতালী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা ও ভারপ্রাপ্ত
সাধারণ সম্পাদক এনায়েত করিমের নেতৃত্বে শহীদ বেদিদের শ্রদ্ধা জানান, সংগঠনের সদস্য রফিক বেপারী,
সোহেল মিয়াজী,মেজবাহ উদ্দিন,রিফাত শুভ ,
এ আর শাকিল ,বোরহান,সবুজ মির্জা,তারিক হাসান, প্রিন্স হোসেনসহ আরো অনেকে।এ সময় যুবলীগ নেতারা বলেন ইতালিতে বেড়ে ওঠা আগামী প্রজন্মের মাঝে বাংলার কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে হবে। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে বাংলা শিক্ষায় উদ্বুদ্ধ করারও আহ্বান জানান নেতারা।
