লন্ডনে প্রিয়জন সোসাইটির ফাল্গুনী উৎসব অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রিয়জন সোসাইটির উদ্যোগে লন্ডনে ফাল্গুনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।শামিমা মিতার পরিচালনায় লন্ডনের ইলফোর্ডের vine church hall এ অনুষ্ঠিত হয় এই উৎসব। প্রিয়জন সোসাইটির ফাল্গুনী
উৎসবে সংগঠনের বিপুল সংখ্যক নারী নেত্রী ছাড়াও বিভিন্ন স্থান থেকে এই ফাল্গুনী উৎসবে অংশগ্রহণ করেন লন্ডন প্রবাসী বাংলাদেশীরা। প্রিয়জন সোসাইটি প্রথমে শুরু হয় লন্ডনে বসবাসরত কিছু স্পেনের বার্সেলোনাবাসীর উদ্যোগে। ্ধীরে ধীরে এর পরিধি বিস্তৃত হতে থাকে। বর্তমান সময়ে প্রিয়জন সোসাইটি একটি পরিচিত সংগঠনের রূপ নিয়েছে। সংগঠনের নেতারা বলেন,আমরা বিশ্বাস করি যাদের সাথে আমরা আমাদের সুখ দু:খ ভাগাভাগি করি তারাই আমাদের প্রিয়জন
প্রিয়জন থেকে আমরা পিঠাউৎসব, নারীদিবস থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় দিবসসহ বিভিন্ন উৎসব উৎযাপন করে থাকি। আমাদের সন্তানদের মাঝে আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে এই সংগঠন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আয়োজন ছিলো ১লা ফাল্গুন উৎযাপনের মাঝে বসন্তকে বরণ । অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কাউন্সিলর সাইদা চৌধুরী। অনুষ্ঠানে নৈশভোজ কাপল গেমসহ নানা আয়োজন ছিলো । এই বসন্ত উৎসবে সংগীত পরিবেশন করেন জিনাত শফিক, বিউটি, শিপু, সালমা, মোহনা ও আনিসা । শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনায় দারুন খুশি লন্ডন প্রবাসী বাংলাদেশীরা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ