বার্সেলেনা থেকে জেবুন্নেছা:হাসি আনন্দে এগিয়ে যাওয়ার প্রত্যাশা নিয়ে ষ্টেজ ফর ইয়ুথ ফাউন্ডেশন স্পেন শাখার বসন্ত উৎসব“ ও ফাল্গুনী মেলা” অনুষ্ঠিত হয়েছে।
বার্সেলোনার কায়ে দেল মারকোয়েস দে কামপো সাগরাদোর হলরুমে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বিদেশের মাটিতে বাংলার এই ফাল্গুনী উৎসবের আলোচনা পর্বে সভাপতি নুরে আমিন টোকন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সহ সভাপতি মাসুদা পারভীন মুন্নি পাখী,
জামিল হোসেন,মারুফ আলী,আনোয়ার হোসেন রাজু গাজী,সাথে ছিলেন নাহিদা আফরিন মৃধা মৌসুমী,অহনা দিবা,ফয়ছল আহমেদ,সুমন দেওয়ান,রবিউল শাহ।কেক কেটে অনুষ্ঠান শুরু করেন কনসুলার অব বাংলাদেশ বার্সেলোনার কনসুলেট সিনিয়র রামন পেদ্রো ।অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন কাতালোনীয়া বার্সেলোনা আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম স্বপন,বার্সেলোনা আওয়ামী লীগের সভাপতি
শাহ আলম স্বাধীন,উপদেষ্টা কামরুল মোহামেদ,সান্তা কলোমা আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান নাসিম,সাধারন সম্পাদক এ কে আজাদ মোস্তফা,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ
কাতালোনীয়া বার্সেলোনার সভাপতি জেবুন্নেছা জেবু,সাধারন সম্পাদক সাবরিনা জাহান পুতুল,যুগ্ন সাধারন সম্পাদক সালমা ইসহাক,সাংগঠনিক সম্পাদক নাজমা নাহার,দপ্তর সম্পাদক শামসুন নাহার রেনু,কাতালোনীয়া মহিলা সমিতির সভাপতি মেহেতাব হক জানু,ইন্ডিয়ান স্যুটের পলাশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।
পড়ে এসো পান্জাবি হলুদ কিংবা নীল,
শাড়ী আমি পড়ব রেখে তোমার সাথে মিল, এ কথার সূরে সূর মেলা অডিটরিয়মে লোক সমাগম হতে থাকে।রাজু দিবার কোকিল গানে ফাল্গুনী মেলায় দর্শক শ্রোতারা মুগ্ধ হন। স্টেজে রসালো গল্পের ছলে জীবন সম্পর্কের গল্পে মেতে উঠেন সমাজ কর্মি কামরুল মোহামেদ,সাংবাদিক আফাজ জনী,শফিকুল ইসলাম স্বপন,জেবুন্নেসা জেবু,দিলরুবাসহ আরও অনেকে।
