ডেস্ক রিপোর্ট: গাজীপুর জেলার শ্রীপুর থানার ঐতিহ্যবাহী স্কুল কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ১৯৮২ সালের এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কাওরাইদ ১ নং প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং ৮২ ব্যাচের ছাত্র হেলাল উদ্দিন জানান,
১৯৮২ সালের এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীরা আমরা স্কুল প্রাঙ্গনে একত্রিত হয়েছিলাম।
এই মিলন মেলায় বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ওই ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
দিনব্যাপী অনুষ্ঠিত এই মিলন মেলায় পরস্পরের সাথে আড্ডা, পুরনো স্মৃতিচারণ এবং সঙ্গীতও পরিবেশিত হয়।
মিলন মেলার আগে ও পরে ইতালির রাজধানী রোমে অবস্থানরত ওই ব্যাচের সারওয়ার এবং হাজিুল ইসলাম হাদীর সাথেও যোগাযোগ করা হয়েছে।
এই মিলন মেলায় সিদ্ধান্ত হয়েছে, সকলের সাথে আলোচনা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে একটি বড় উৎসবের আয়োজন করা হবে।
দেশ বিদেশে অবস্থানরত ১৯৮২ সালের এসএসসি ব্যাচের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করবে।
এই মিলন মেলায় কাওরাইদ ১ নং সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক
হেলাল উদ্দিন ছাড়াও আরো যারা অংশগ্রহণ করেন তারা হলেন,মোঃ মজিবুর রহমান খান লিটন,মোঃ ফরহাদ হোসেন ( সহকারী সচিব, জেলা নির্বাচন কমিশন, রংপুর ),মোঃ আব্দুল মান্নান ,মোঃ হেলাল উদ্দিন ( পুলিশ পরিদর্শক, ঢাকা ),মোঃ আবুল হাশেম,মোঃ শাহাব উদ্দিন ( প্র শি),মোঃ রইস উদ্দিন ,মৃণাল কান্তি দেবনাথ,পরিমল চন্দ্র দেবনাথ , রতন ভৌমিক ,মোঃ বেলায়েত হোসেন,রফিকুজ্জামন, শাহীন,আঃ হামিদ, আঃ মতিন, ইবরাহীম খলিল,সাইফুদ্দিন , রফিকুল ইসলাম জুয়েল,জহিরুল ইসলাম,আঃ মোমেন,হেদায়েত উল্লাহ,জয়নাল আবেদীন,আনোয়ার মিলন,আঃ মজিদ,আঃ রশিদ ,নূরজাহান শিউলি এবং
শিল্পী রায়। ইতালিতে অবস্থানরত ওই ব্যাচের ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হাদিউল ইসলাম হাদী জানান,
৮২ ব্যাচের এই পুনর্মিলারের সংবাদ শুনে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে বড় আকারে পুনর্মিলনী উৎসবের আয়োজন করা হলে সব ধরনের সহায়তা করা হবে।
