ডেস্ক রিপোর্ট: সাংবাদিক আফজাল হোসেন রোমান, যিনি ইতালিসহ ইউরোপে ব্যাপক পরিচিত। এন টিভির ইতালির প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।
তিনি তার ফেসবুক আইডিতে একটি চমৎকার, বুদ্ধিদীপ্ত এবং দূরদৃষ্টি সম্পন্ন লেখা প্রকাশ করেছেন। আমরা আমাদের পাঠকের জন্য তার ওই লেখাটি হুবহু প্রকাশ করলাম:
“‘আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম, অপরাধী…..
আমি আলমকে হিরু হিসেবে কেন মেনে নিতে পারিনা, গায়ক, কবি হিসেবে তো প্রশ্নই আসেনা, এটা আমার অপরাধ। আমি তাকে সংসদে দেখতে চাইনা সেটাও আমার অপরাধ। অনেক বিজ্ঞ লোকেরা এমনকি বিশিষ্ট সাংবাদিক তাকে নিয়ে দুই কলম লিখতে গিয়ে এক পাতার কলামও লিখে ফেলেছেন, সেটাও আবার ছাপিয়েছে দেশের প্রথম সারির পত্রিকা। আমরা চোরকে অনুষ্ঠানের প্রধান অতিথি করি। আমরা অযোগ্যকে প্রণাম করি। আমরা ক্ষমতা ছাড়তে চাইনা। আমরা কমিটির মেয়াদ উত্তীর্ন হইলেও পদ হারানোর ভয়ে আর গনতন্ত্র বুঝিনা। এসব হজম করতে পারিনা এটা আমার অপরাধ।মোটকথা সোশ্যাল হইতে গিয়া সোশ্যাল মিডিয়ায় সুন্দরী রমনীদের গালি খাইয়াও কমেন্ট করি, যেই মেয়ে পুরুষের কাপড় বিক্রিই করেনা তার লাইভ দেইখা সংখ্যা বাড়াই ভাইয়া। মানে বুঝলেন ভাইয়া আমরা কতোটা আজাইরা খাই?
এই আলমকে মাথায় তুলে নেচে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন বুঝেন? সে বাংলাদেশের চলচিত্রসহ যে কোন ধরনের নিন্মমানের অভিনয় করার যোগ্যতা রাখেনা। মানুষ লজ্জাজনক সকল কিছু ঢেকে/গোপনে রাখার চেষ্টা করে, আর আমরা?
ভারতীয় জনপ্রিয় একজন গায়িকা রবীন্দ্র সঙ্গীতের আধুনিক রূপ দান করতে গিয়ে শুধুমাত্র সুরে একটু পরিবর্তন এনেছিলো নিজের মতো করে। তাতে পুরো রাজ্য ক্ষেপেছিলো। আর আমার শ্রদ্ধেয় এক সাংবাদিক ভাই কলামে লিখেছেন আলমের রবীন্দ্র সঙ্গীত নাকি এলিট ক্লাবের সহ্য হয় নাই। আফসোসের শেষ নাই। সংসদে যাওয়া নির্বাচনে অংশগ্রহণ করা তার নাগরিক / গণতান্ত্রিক অধিকার ছিলো। আর এই টাইপের মানুষের তীব্র সমালোচনা করা আমার নাগরিক অধিকার । এর পরেও যদি কোন ভুল হয় আমি অপরাধী। ওই প্রথম লাইনের মতোন আবার বইলা বিদায় নিচ্ছি-
আমি মানুষ হবার দায়ে চিরটাকাল
থেকে গেলাম, অপরাধী…..”
