স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ মহিলা সমিতির পিঠা উৎসব

স্পেন প্রতিনিধ: বর্ণাঢ্য আয়োজনে স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ মহিলা সমিতি পিঠা উৎসবের আয়োজন করে।
এখানে প্রবাসী গৃহবধূরা বাংলাদেশের ঐতিহ্য নানা ধরনের পিঠা পুলি ঘরে বানিয়ে উপস্থাপন করেন উৎসবে। বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনার সভাপতি মেহতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের অনানারি কাউন্সিলর রামন পেদ্র বেরনাউস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশন কালচারাল উমানিতারিয়ার সভাপতি উত্তম কুমার, এসোসিয়েশন কালচারাল উমানিতারিয়া বাংলাদেশের সাবেক সিনিয়র সহ-সভাপতি নবীনুল হক, মাদারীপুর জেলার সমিতির সভাপতি শফিক খান, ফয়সাল আহমেদ মোল্লা ইমরান তালুকদার, সাঈদ আব্দুল্লাহ পিন্টু, কন্ঠ শিল্পী রাজু গাজী, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি মনিকা বাবুল, রুপা, আলম, দিবা বাপ্পিসহ আরও অনেকে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশের উপস্থিতি ঘটে এই পিঠা উৎসবে। প্রবাসের মাটিতে দেশীয় পিঠার সমাহার দেখে প্রবাসীরা দেশ আনন্দিত। তারা বাংলাদেশ মহিলা সমিতি বার্সেলোনা কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ