ডেস্ক রিপোর্ট: স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি এবং ইতালি আওয়ামী লীগের বিশিষ্ট নেতা হাজী মোঃ জসিম উদ্দিন সস্ত্রীক সৌদি আরবে ওমরাহ পালন শেষে গত ১৫ জানুয়ারি বাংলাদেশে গমন করেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন সারির নেতাদের সাথে দেখা করেন
তিনি। ব্যক্তিগত কাজ এবং রাজনৈতিক কর্মসূচি শেষ করে আগামীকাল বুধবার বেলা ২টায় ইতালির রাজধানী রোমে এসে পৌঁছবেন বলে আশা করা যাচ্ছে।
রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে দেখা করতে গেলে রাষ্ট্রপতি ইতালি প্রবাসী বাংলাদেশীদের খোঁজখবর জানতে চান হাজী মোঃ জসিম উদ্দিন এর কাছে। রাষ্ট্রপতি পরবর্তী সময়ে তাকে দেখা করার আহ্বান জানান।
