ইতালিতে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের সাথে নবগঠিত বরগুনা জেলা সমিতির নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:ইতালির রাজধানী রোমে নব গঠিত বরগুনা জেলা সমিতির নেতারা ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীমা আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার বরগুনা জেলা সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাস ভবনে গিয়ে রাষ্ট্রদূতের সাথে দেখা করেন।
বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার কৃতি সন্তান রাষ্ট্রদূত শামীম আহসানকে তাঁরা বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এছাড়া দূতাবাসের হেড অফ চেঞ্চারী কাউন্সিলর জসীম উদ্দিন কেউ বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
কাউন্সিলর জসীমউদ্দীন ও বরিশালের ঝালকাঠির কৃতি সন্তান। এ সময় দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ও আয়েশা আক্তার উপস্থিত ছিলেন। পরে তারাদূতাবাসের প্রথম সচিব(পাসপোর্ট ও ভিসা) সাইফুল ইসলামের সাথে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে আলোচনা করেন।এ সময় বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি ও বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আফতাফ বেপারী দূতাবাসে উপস্থিত ছিলেন। ইতালিতে বসবাসকারী বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে সমিতির পক্ষ থেকেও আলোচনা করেন আফতাফ বেপারী। তিনি স্বদেশ বিদেশ কে জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে আমরা দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছি আশা করি বর্তমান সরকার প্রধান দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এই সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। তিনি বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধান না হলে বিপুল সংখ্যক বাংলাদেশী অবৈধ থেকে যাবেন

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ