ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সে ক্ষেত্রে ইতালি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সম্মেলনের পরে বিভিন্ন কারণে ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়নি উল্লেখ করে সভাপতি মাহতাব হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান দেশের বাইরের কোন কমিটি অনুমোদন না দিলেও ইতালি আওয়ামী লীগের কমিটি প্রথমে মৌখিক এবং পরে লিখিত অনুমোদন দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে জনাব মাহতাব বলেন, আমি রোমে ফিরেই ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে চাই। সেক্ষেত্রে তিনি পদপ্রার্থী সকলের সহযোগিতা কামনা করে বলেন, একটি পদে অনেকেই প্রার্থী থাকতে পারেন, তবে একজনের বেশি কাউকেই এক পদে দেয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনেও একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেন কিন্তু একজনের বেশি মনোনয়ন দেয়া হয় না। কাজেই ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে যাদেরকে রাখা হবে, বাকি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবেই দল এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। জনাব মাহতাব, বাংলাদেশ থেকে এক টেলিফোন মন্তব্যে এসব কথা বলেন। জানুয়ারি মাসেই তার ইতালি ফেরার কথা রয়েছে।
