ডেস্ক রিপোর্ট: মালটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউসার আমিন হাওলাদার বাংলাদেশে গেলে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পটুয়াখালীর দুমকি থানা এলাকায় এ ঘটনা ঘটে। থানায় দায়ের করা অভিযোগে বলা হয়,২০১৮ সালে শফিক জমাদার নামের এক যুবককে জনাব কাউসার মাল্টায় নিয়ে আসেন।
অভিযোগে বলা হয়, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তার পাওনা টাকা দেয়নি। বাংলাদেশে গিয়ে আবারো ওই টাকা চাইতে গেলে ১৬ জানুয়ারি রাত প্রায় এগারোটায় কাউসার আমিন হাওলাদারের বাড়িতে শফিকের নেতৃত্বে কিছু লোক হামলা চালায়। হামলাকারীরা কাউসারকে হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।বাসা থেকে টাকা-পয়সা স্বর্ণ নিয়ে যায় এবং ঘরের ভাঙচুর চালায়। পরে টেলিফোনেও অশ্লীল ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেয়া হয়। টেলিফোনে হত্যার হুমকির রেকর্ড স্বদেশ বিদেশ পত্রিকার হাতেও রয়েছে। তবে এই অভিযোগের ব্যাপারে শফিকের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।
