আফজাল হোসেন রোমান:গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সাবেক সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলামের ছেলে মরহুম নুর ইসলামের রূহের মাগফেরাত কামনায় রোববার বাদ মাগরিব তরপিনাত্তারাস্থ মসজিদে কুবায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত
ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক দুই সভাপতি জি এম কিবরিয়া ও নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতাল বাংলার সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা। এই দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যারা বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেন নাই তাদের কাছেও দোয়ার দরখাস্ত রইলো।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর ঢাকা সমিতির আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের আহমেদ রিপন, যুবদল ইতালি শাখার সভাপতি মাহমুদুল হাসান, জালালাবাদ এসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বৃহত্তর ঢাকা সমিতির সাবেক নেতা আরিফ খান সোহেল, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চল, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা, নরসিংদী জেলা সমিতির সভাপতি হাজী মোঃ সেলিম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, প্রগতি ব্যবসায়ী সমিতির সভাপতি ইকবাল বেপারী, সাধারণ সম্পাদক শিপন আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ ইতালির সভাপতি নুরুল কবিরসহ কমিউনিটির বিশিষ্টজনেরা। এসময় নুর ইসলামের পিতা সামসুল ইসলামসহ, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির ফারুক সরকার, জাহাঙ্গীর পাঠান, মনির হোসেন, মতিউর মেহেদী, আনিস,তাইয়েব খান কিশোরসহ আরও অনেকে।
