ডেস্ক রিপোর্ট; ঢাকায় চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্স অদম্য গতিতে এগিয়ে চলছে। সোমবারে ঢাকাকে পরাজিত করে টানা পঞ্চম জয় ঘরে তুলেছে। পয়েন্ট টেবিলে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।
সিলেটের টানা পঞ্চম জয়ে দারুন খুশি ইতালি প্রবাসী সিলেটের অধিবাসীরা। এই আনন্দে জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক জামিল উদ্দিন সিলেট টিমকে অভিনন্দন জানিয়েছেন।
তারা দুজন এক বিবৃতিতে সিলেট স্ট্রাইকার্সের কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রাণঢালা শুভেচ্ছা জানান।
আশা প্রকাশ করে তারা বলেন, এই জয়ের ধারা অব্যাহত রেখে সিলেট স্ট্রাইকার্স ২০২৩ সালের বিপিএলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে।
