বিশ্ব ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় বার্ধক্যজনিত কারণে আরও তিন মুসল্লি মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত ৯টা থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

 

মারা যাওয়া তিন জন হলেন, খুলনার ডুমুরিয়া থানার মলমলিয়া গ্রামের মোবারক হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৭০), চট্টগ্রামের রাওজান সদরের আব্দুর রশিদের ছেলে আব্দুর রাজ্জার (৭০) এবং নরসিংদীর মনহরদী থানার মাছিমপুর এলকার রহমতুল্লাহর ছেলে মো. হাবিবুর রহমান।

ইজতেমা ময়দানের লাশের জিম্মাদার মাওলানা মোহাম্মদ শাকের এ তথ‌্য নিশ্চিত করে বলেন, শুক্রবার রাত ৯ টায় মোফাজ্জল হোসেন, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে আব্দুর রাজ্জাক এবং শনিবার সকাল সাড়ে ৭টায় হাবিবুর রহমান মারা গেছেন। তারা প্রত্যেকেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

তিনি আরও বলেন, ইজতেমা ময়দানে মৃতের জানাজা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

উল্লেখ্য, এর আগে শুক্রবার আক্কাস আলী ও বৃহস্পতিবার আবু তৈয়ব ও নুরুল হক নামে তিন মুসল্লির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ