চতুর্থবারের মতো বিয়ে করছেন ব্রাজিলের রোনালদো

বিশ্বকাপজয়ী রোনালদো আবারও বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে বাঁধতে যাচ্ছেন এই কিংবদন্তি ফুটবলার। দেশটির মডেল সেলিনা লকসের সঙ্গে জুটি বাধার অপেক্ষায় ৪৬ বছর বয়সী রোনালদো।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ল্যান্সের বরাত দিয়ে জানা যায়, সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মাঠ কাঁপানো এই স্ট্রাইকার আট বছর প্রেমের পর সেলিনাকে বিয়ের প্রস্তাব দেন। যে প্রস্তাবে রাজি হতে কালবিলম্ব করেননি সেলিনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রোনালদোর বিয়ের প্রস্তাব দেওয়ার খবর জানান সেলিনা। রোনালদোর সঙ্গে ছবি পোস্ট করে সেলিনা লিখেছেন, ‘হ্যাঁ। আমি রাজি। তোমাকে চিরদিনের জন্য ভালোবাসি।’ যে পোস্টের জবাবে রোনালদো লিখেছেন, ‘তোমাকেও ভালোবাসি।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ