ডেস্ক রিপোর্ট: ইতালী আওয়ামী লীগের অন্যতম নেতা, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি আফতাব বেপারী বলেছেন, ইতালি আওয়ামী লীগের আগামী পূর্ণাঙ্গ কমিটি হবে স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত নেতা কর্মীদের সমন্বয়ে।
এ সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের কথা স্মরণ করে বলেন, সকল বিতর্কের উর্ধ্বে থাকা মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন,””দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন “”।
স্বদেশ বিদেশের সাথে এক বিশেষ সাক্ষাৎকারে আফতাব ব্যাপারী আরো বলেন, ইতালি আওয়ামী লীগকে আমরা ইউরোপের মধ্যে সর্বোচ্চ আসনে দেখতে চাই। তাই এই সংগঠনে কোন দুর্নীতি বাজ বেয়াদব কিংবা সমাজে বদনাম রয়েছে-এমন কেউ স্থান পাবে না।
এসব চরিত্রের কাউকে স্থান দিবার চেষ্টা কেউ করবে বলেও আমি মনে করি না। কাজেই পরিচ্ছন্ন নেতাকর্মীদের নিয়েই আগামী দিনে আমাদের পথ চলা শুরু হবে নতুন ভাবে।
তিনি বলেন, আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি বিতর্কিত কমিটির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে এনেছি। একটি বর্ণাঢ্য ত্রি বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি কমিটি পেয়েছি। যদিও এখনো পূর্ণাঙ্গ কমিটির গঠিত হয়নি তবে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির গঠনের পর একটি বর্ণাঢ্য অভিষেকও অনুষ্ঠিত হবে রোমে।জনাব আফতাব ব্যাপারী আরো বলেন, আমি আশা করব, ইতালিতে আওয়ামী রাজনীতিতে যারা নীতি নির্ধারক রয়েছেন, তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবেই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে। তিনি সকল প্রকার অপপ্রচারের বিরোধিতা করে বলেন, ইতালিতে আওয়ামী লীগের একটিই কমিটি থাকবে-যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। তার বাইরে দ্বিতীয় বা তৃতীয় ধারা বলতে কিছু থাকবেনা।
বৃহত্তর শরীয়তপুরের কৃতি সন্তান আফতাব বেপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে ইতালি যুবলীগের সাবেক সভাপতি এবং ইতালি আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি লিটন মোল্লা নির্বাচিত হওয়ায় তাকেও তিনি অভিনন্দন জানান।
