মেসিদের বশ করার মন্ত্র জানালেন সৌদি কোচ

কাতার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই সৌদি আরবের কাছে পরাজিত হয় দুবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।

এই বিশ্বকাপে মেসিদের আটকাতে সক্ষম হয়েছিলেন একমাত্র সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ড।

এক গোলে পিছিয়ে পড়া অবস্থায় সৌদি আরবের ড্রেসিংরুমে তার দেওয়া জ্বালাময়ী বক্তব্য ভাইরাল হয়েছে অনেক আগেই।

যে বক্তব্যে উজ্জীবিত হয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল সৌদি আরব।

বিশ্বকাপ ফাইনালের আগে নিজের দেশ ফ্রান্সকেও দিয়েছেন তিনি মেসিকে থামানোর টোটকা।

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের জন্যই নাকি নিজের সেরাটা তুলে রেখেছিলেন আর্জেন্টাইন এ জাদুকর।

আজন্ম লালিত স্বপ্নপূরণের দিনে দুরন্ত ছন্দে থাকা মেসিকে কি থামানো সম্ভব? এ ভাবনায় ফরাসিদের রাতের ঘুম যখন উধাও হওয়ার দশা, তখনই এগিয়ে এলেন সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ড।

বিখ্যাত ফরাসি সংবাদপত্র লা’ইকুপে মেসিকে থামানোর কৌশল অনুসরণ করার পরামর্শ দিয়েছেন রেনার্ড।

যেখান থেকে মেসির কাছে বলের জোগান আসে, সে ইঞ্জিনকে নিষ্ক্রিয় করে দেওয়ার পরামর্শ তার। সেই ইঞ্জিন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

আর্জেন্টিনা দল এখন যে কৌশলে খেলছে, সেখানে ডি পলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রেনার্ড।

এর ব্যাখ্যাও দিয়েছেন তিনি, আমরা শুধু মেসির দিকে ফোকাস করিনি। ডি পলকেও চাপে রাখতে হবে। মেসির সেরা খেলাটা বের করে আনার জন্য ডি পলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারণ তার কাছ থেকেই সবচেয়ে বেশি পাস যায় মেসির কাছে। আর্জেন্টিনা বল হারালে ডি পল রক্ষণেও নেমে যায়।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ