কাতারে ইতিহাস গড়ার পথে ৩ নারী রেফারি

কাতারে চলমান বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার পথে ৩ নারী রেফারি। আগামীকাল বৃহস্পতিবার আল বাইয়াত স্টেডিয়ামে থেকে শুরু হবে সেই ইতিহাসের পথচলা।

বৃহস্পতিবার রাত ১টায় জার্মানি-কোস্টারিকা ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন তিন জন নারী রেফারি। যা বিশ্বকাপ তো বটেই, ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে প্রথম।

রেফারি স্টেফানি ফ্র্যাপার্টের সঙ্গে সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন নেউজা ব্যাক ও ক্যারেন দিয়াজ।

আন্তর্জাতিক ফুটবলে এর আগে ইউরোসহ বেশ কয়েকটি টুর্নামেন্টের বাছাইপর্বে নারীদেরকে ছেলেদের ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা গেছে।

তবে বড় কোনো টুর্নামেন্টের মূল পর্বে এবারই প্রথম তারা দায়িত্ব পালন করবেন।

৩৮ বছর বয়সী রেফারি স্টেফানি ফ্র্যাপার্ট আন্তর্জাতিক রেফারি হিসেবে যাত্রা শুরু করেন ২০০৯ সালে। তার সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রাজিলের নেউজা ব্যাক ও মেক্সিকান দিয়াজ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ