কাল রাত ৮টা থেকে ৫২ ঘণ্টা বিমানবন্দর সড়ক ‘এড়িয়ে চলুন’

ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৫২ ঘণ্টা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সরকার।

উন্নয়নকাজ নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত সড়কের ওই অংশ দিয়ে চলাচল না করতে অনুরোধ করা হয়েছে।

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প পরিচালক এএসএম ইলিয়াস শাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ জন্য উল্লি­খিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া ওই সড়ক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লে­খ্য, এর আগে একই কারণে গত ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার পরামর্শ ছিল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ