কাতার বিশ্বকাপের প্রথম লাল কার্ড হেনেসির

কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ডের দেখা মিললো ইরান ও ওয়েলস ম্যাচে। এই আসরে প্রথমবার রেফারি তার পকেট থেকে বের করলেন মার্চিং অর্ডারের কার্ড, যার শিকার ওয়েলসের গোলকিপার ওয়েন হেনেসি।

৮৬তম মিনিটে বল এগিয়ে আসতে দেখে বক্সের বাইরে চলে যান ওয়েলসের এক নম্বর জার্সিধারী খেলোয়াড়। তেরেমি বলে পা ছোঁয়ানোর পরপরই বিপজ্জনক ফাউল করেন এই গোলকিপার। রেফারি প্রাথমিকভাবে তাকে দেখান হলুদ কার্ড। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিয়ে লাল কার্ড দেন তিনি।

হেনেসির জায়গায় বদলি গোলকিপার নামেন ড্যানি ওয়ার্ড। অ্যারন রামসি নিজেকে বিসর্জন দিয়ে মাঠ ছাড়েন। আর ১০ জনের ওয়েলসকে হারিয়ে চমক দেখায় ইরান। যোগ করা সময়ে তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করেন রুজবেহ চেশমি ও রামিন রেজাইয়ান।

এনিয়ে বিশ্বকাপে তৃতীয়বার কোনও গোলরক্ষকের লাল কার্ড পাওয়ার ঘটনা ঘটলো। হেনেসির আগে ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইতুমেলেং খুনে ও ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে ইতালির জিয়ানলুকা পাগলিউকা গোলকিপার হিসেবে লাল কার্ড দেখেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ