ডেস্ক রিপোর্ট: ইতালী আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান নির্বাচন কমিশনার এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি
কে এম লোকমান হোসেন বলেছেন,গত ২০ অক্টোবর গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইটালির আওয়ামী লীগের নেতৃবৃন্দের বৈঠকে তিনি ইতালি প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সমস্যার কথা তুলে ধরে বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূতাবাস সম্পর্কে জানতে চাইলে কে এম লোকমান হোসেন বলেন, দূতাবাসে ভাঙচুরের ঘটনায় জড়িতদের স্থানীয় প্রশাসন চিহ্নিত করার চেষ্টা করছে। তবে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী নাম জন্মতারিখ বয়স পরিবর্তনের কারণে পাসপোর্ট পাচ্ছেন না বলে তিনি নেত্রীকে জানান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক প্রযুক্তির কারণে বিষয়টি জটিল উল্লেখ করে বলেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগে কথা বলবেন। কে এম লোকমান হোসেন
এই প্রতিনিধিকে জানান, তিনি আশা করছেন ইতিপূর্বে প্রধানমন্ত্রীর নির্দেশে যেভাবে ইতারে যে পাসপোর্ট প্রদান করা হয়েছিল, ঠিক জনগণের কথা বিশেষ করে প্রবাসীদের কথা বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা এই সমস্যাটিরও সমাধান করবেন।
উল্লেখ করাও যেতে পারে, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে ইতালির প্রবেশকালে প্রবাসী বাংলাদেশীরা নাম জন্ম তারিখ ঠিকানা ইত্যাদি পরিবর্তন করে এখন বিপাকে পড়েছে। জনাব লোকমান হোসেন, যারা ইটালিতে আসবেন তাদেরকে নাম ঠিকানা পরিবর্তন না করার আহ্বান জানিয়েছেন।
