ডেস্ক রিপোর্ট:বেসরকারি টেলিভিশন এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি, কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক জালাল উদ্দিনের
মৃত্যুতে ইতালির সাংবাদিক পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি জানানো হয়েছে সমবেদনা।মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে বুধবার বিকালে রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৪৬ বছর । সাংবাদিক পরিবার থেকে বলা হয়েছে, আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।আমিন।
এদিকে এন টিভির ইতালি ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমান ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করে মরহুম অধ্যাপক জালাল উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
