্ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বদেশ বিদেশকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গত ৬ নভেম্বর জাতীয় সংসদ ভবনে সংসদ নেত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সময়, তিনি ইতালি প্রবাসী বাংলাদেশীদের পাসপোর্ট সমস্যার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন।
প্রধানমন্ত্রীকে আলমগীর হোসেন বলেছেন, ইতালীতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশী পাসপোর্ট না পাবার কারনে বৈধতা থেকে বঞ্চিত হচ্ছে। শেখ হাসিনা এই বলে তাদেরকে আশ্বস্ত করেছেন যে, বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলবেন এবং সমাধানের চেষ্টা করবেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা ইতিপূর্বে ইতালি প্রবাসীদের তার নির্দেশে পাসপোর্ট দেবার কথাও উল্লেখ করেন।
কিছুদিন আগে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্ত্র-মন্ত্রণালয়ের যে বৈঠক করেছে, তাতে এন আই ডি যাদের আছে সে অনুযায়ী পাসপোর্ট পরিবর্তন করা যাবে বলে সিদ্ধান্ত হয়। গত তিন নভেম্বর ওই সিদ্ধান্তের পরি পত্র জারি করেছে সরকার।এক প্রশ্নের জবাবে আলমগীর হোসেন বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রবাসী বাংলাদেশীদেরকে জানাবো।
উল্লেখ করা যেতে পারে, সংসদ ভবনে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী সাথে বৈঠকালে ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ছাড়াও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম কিবরিয়া এবং মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগমও উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ইতালী আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য লিখিত অনুমোদন দেন দলীয় প্রধান।
