ঢাকা অফিস:পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমের সাথে ইতালি আওয়ামী লীগের দুই নেতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বিদায়ী সাক্ষাৎ করেছেন। উপমন্ত্রীকে তারা ইতালিতে আসার আমন্ত্রণ জানান এবং শুক্রবার গোপালগঞ্জে ইতালি আওয়ামীলীগের সম্মানে উপমন্ত্রীর দেয়া মধ্যাহ্ন ভোজের জন্য তাকে ধন্যবাদ জানান।
আগামীকাল রোববার সন্ধ্যায় এই দুই নেতা রোমে এসে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। বিমানবন্দরে তাদেরকে বিপুল অভ্যর্থনা জানানো হবে। উল্লেখ করা যেতে পারে, প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান শেখ হাসিনা গত ২০ অক্টোবর গণভবনে অনুষ্ঠিত বৈঠকে ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বাধীন কমিটি মৌখিকভাবে অনুমোদন দেন। পরবর্তী সময়ে জাতীয় সংসদ ভবনের সংসদ নেত্রীর কার্যালয়ে ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে লিখিত ভাবে ইতালি আওয়ামীলীগ পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করেন।
