ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনার অনুমোদনের পর ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বাধীন ইতালি আওয়ামীলীগ
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।
্এ সময় তারা জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করেন দোয়া ও মোনাজাত করেন। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক ও ইতালি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া, সর্বও ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা হোসনে আরা বেগম, ইতালি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ লিটন মোল্লা, রেহান উদ্দিন দুলালসহ বিপুল সংখ্যক দলীয় নেতা কর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার অনুমোদিত এই কমিটি ইতালিসহ ইউরোপে সর্ববৃহৎ সংগঠনের রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
তারা বলেন, কোন হাইব্রিড অথবা পাসপোর্ট দালাল কোনোভাবেই ইটালি আওয়ামী লীগের কমিটিতে স্থান পাবে না। তারা ৬৪ জেলার আওয়ামী লীগের পরীক্ষিত কর্মীদের নিয়েই ইতালি আওয়ামীলীগ গঠন করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দুপুরে তারা ইতালি আওয়ামীলীগের সম্মানে পানি সম্পদ উপমন্ত্রী
এনামুল হক শামীমের দেয়া মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।
