ফেনীতে লরি ও বাসের সংঘর্ষে নিহত ৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর দুলা মিয়া মাথা নামক এলাকায় লরি ও বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে ফতেপুর ও মোহাম্মদ আলী বাজারের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। দেবীপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- লরি চালক নাজমুল হাসান (২৪) ও বাস যাত্রী রিয়াজ উদ্দিন (৪০)। বাকি নিহতদের নাম এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে।

ফেনী জেনারেল হাসপাতালের (আরএমও) ডাক্তার আসিফ ইকবাল জানান, আহতদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ