আফজাল হোসেন রোমান:ইতালিতে এই প্রথম আন্তর্জাতিক মানের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান দ্যা ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করলেন দেশটিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত জগত ওয়েল্লাওয়াত্তা।
্্্্্ সময় তিনি স্কুলের শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
শুক্রবার সকালে স্কুল পরিদর্শনে এলে স্কুল ও কলেজের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় রাষ্ট্রদূতকে। তিনি স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে স্কুলের শিক্ষারথীদের সাথে এক সেমিনারে যোগ দেন রাষ্ট্রদূত। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক রনি আহম্মেদ, ভাইস চেয়ারম্যান মিঠু আহমেদ, অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহা, উপাধ্যাক্ষ সুজন খান, এডমিন অফিসার আব্দুল্লাহ আল নোমান, হেড অফ সাইন্স এফেয়ার্স নাফিসা আক্তার, বোর্ড সেক্রেটারি নওশীন সুলতানা, চেয়ারম্যানের সহধর্মিনী মোমেনা আক্তার নিলি ছাড়াও, অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন এমডি কামাল হোসেনসহ অন্যান্যরা।
্এ্ক সংক্ষিপ্ত বক্তব্যে ইতালিতে নিযুক্ত শ্রীলঙ্কার রাষ্ট্রদূত বলেন, শিক্ষারথীদেরকে নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, সেক্ষেত্রে শিক্ষকদের আন্তরিক হতে হবে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে স্কুলের মান উন্নয়নে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ শিক্ষকমন্ডলীর পক্ষ থেকে বিদ্যালয়ের বিভিন্ন দিক তুলে ধরে, ভবিষ্যতে এই বিদ্যাপীঠকে ইতালি ও ইউরোপে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করার কথা জানান। তারা বলেন, আগামীতে এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার পরিকল্পনা রয়েছে তাদের।
্শেষে অতিথিকে শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
