সময়ে সাথে আগামী পথে এই প্রতিপাদ্য নিয়ে এনটিভি ইউরোপের আইটি কনস্যুলেট ও ভেনিস প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন জোবানি পের লুমানিতা’র সভাপতি প্রিন্স হাওদার।
তার দেশের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ।পিতা হাজী শিবু হাওলাদার। এনটিভির ইউরোপ সিইও সাবরিনা হুসাইন ও হেড অফ নিউজ সামিউল ইসলাম চয়ন এবং ইতালি ব্যুরো প্রধান আফজাল হোসেন রোমানের সমন্বয়ে প্রিন্স হাওদারকে এ নিয়োগ প্রদান করা হয়।এনটিভি ইউরোপ ভেনিস প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষে ধন্যবাদ জানিয়ে স্থানীয় কমিউনিটির ও ভেনিস তথা ইতালিতে বসবাসরত প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রিন্স হাওদার জানান,যে গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি যেন সততার সাথে তা পালন করতে পারি এবং বাংলা কমিউনিটির পাশে থেকে কাজ করে যেতে পারি।সকলে আমার জন্য দোয়া করবেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখের কথা এনটিভিতে তুলে ধরতে চাই। তিনি প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অপসংবাদিকতা রোধ করতে সকলকে ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন।
এদিকে প্রিন্স হাওলাদার এই নিয়োগ প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করে ইতালির মূল ধারণার সাংবাদিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। ইতালির সাংবাদিক পরিবার এক অভিনন্দন বার্তায় প্রিন্স হাওলাদার এর শুভকামনা করে সাংবাদিকদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন।
ভেনিস থেকে সজীব আল হোসাইন
