ইতালি প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী সংগঠন গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির আহ্বায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রোমের রসই রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যত করনীয় শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমল রোজারিও, পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোঃ আফজাল হোসেন রোমান। আলোচনা সভায় একটি নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সম্মেলনের মাধ্যমে ইতালিস্থ গাজীপুর জেলাবাসীর ভবিষ্যত নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অতি শীগ্রই সকলের সাথে আলোচনার ভিত্তিতে একটি নিরপেক্ষ সম্মেলনের আশ্বাস প্রদান করা হবে বলে জানানো হয়। পাশাপাশি একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
এদিকে আগামী ৮ নভেম্বর গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় আলোচনা সভায়।
