‘যেকোনো সময় পদত্যাগ করবেন বিএনপির এমপিরা’

বিএনপির সংসদ সদস্যরা (এমপি) যেকোনো সময় জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সংসদ-সদস্যরা সংসদ থেকে পদত্যাগে প্রস্তুত আছেন জানিয়ে ফখরুল বলেন, ‘হারুন প্রস্তুত আছেন দল নির্দেশ দিলে পদত্যাগ করবেন। রুমিন প্রস্তুত আছেন, জাহিদুর আছেন, তারা দলের নির্দেশ পেলে পদত্যাগ করবেন।’

তিনি বলেন, ‘বিএনপি একটি নির্বাচনমুখী দল। তাই অবশ্যই নির্বাচনে অংশ নেবে। তবে তার আগে সংসদ ভেঙে দিতে হবে, মন্ত্রী-এমপিদের পদত্যাগ করতে হবে। ভোট হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তত্ত্বাবধায়ক ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।’

বিএনপি মহাসচিব বলেন, সাফ কথা বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে, তবে শেখ হাসিনার অধীনে কোনো পাতানো নির্বাচনে যাবে না, যাবে না।

নির্বাচন-পরবর্তী জাতীয় সরকার গঠনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, ‘আন্দোলনরত সব দলকে নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করা হবে। দেশের অর্থনীতিসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কার করা হবে। দুর্নীতি বন্ধ করা হবে। যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ