শস্য রপ্তানির চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত পরে জানাবে রাশিয়া

জাতিসংঘের উদ্যোগে এবং তুরস্কের মধ্যস্থতায় গত ২২ জুলাই হওয়া ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির ওই চুক্তিটির মেয়াদ আগামী নভেম্বরে শেষ হয়ে যাবে।

প্রথম দফায় ১২০ দিনের জন্য এ চুক্তি করা হয়েছিল। জাতিসংঘ এর মেয়াদ বাড়িয়ে এক বছর করতে চাইছে।

কিন্তু রাশিয়া বলছে, এ ব্যপারে সীদ্ধান্তের কথা আগামী ১৮ নভেম্বরের মধ্যে জানাবে জানিয়েছে রাশিয়া। খবর আনাদোলুর।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ চুক্তির একদিক শুধু বাস্তবায়ন হয়েছে। ইউক্রেন শস্য রপ্তানি করার সুযোগ পেলেও রাশিয়ার শস্য ও সার রপ্তানি করতে দেওয়া হচ্ছে না।

চুক্তির এ ধরনের এক পেশে বাস্তবায়ন হলে রাশিয়া এ ব্যাপারে ভেবে-চিন্তে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ