ভেনিস প্রতিনিধিঃ নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসভবন-গণভবনে দলীয় প্রধান শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে ইতালী আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন দলের নেতাকর্মীদের একটি খুশির বার্তা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনকে সভাপতি এবং আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ইতালি আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটির মৌখিক অনুমোদন দেন। এই
খুশির বার্তা শুনে ইতালি জুড়ে আওয়ামী লীগ কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে। এই আনন্দ সংবাদে
ইতালির ভেনিসে বিজয় উৎসব পালন করেছে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা। রোববার স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বিজয় উৎসবে বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এবং ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান। ভেনিস নেতারা বলেন, এখন থেকে মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও আলমগীর হোসেনের নেতৃত্বে ইতালি আওয়ামীলীগ এগিয়ে যাবে। তারা দলকে ঐক্যবদ্ধ রেখে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।এ সময় ভেনিস থেকে আরও বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগ ভেনিস শাখার সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী,সাবেক সিনিয়র সহ সভাপতি সরদার সালাউদ্দিন নান্নু,সিনিয়র সহ সভাপতি রফিক ছৈয়াল, বঙ্গবন্ধু পরিষদ ইতালির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল মান্নান,আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসাইন,তাজুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য কাজী আবদুল্লাহ আল বাকি রোনাক,ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ছৈয়াল কালু,মুক্তার মোল্লা,শহিদুল ইসলাম শহিদ,বাহার ঢালি, রাসেদ ভূইয়া, ফয়সাল আহমেদ,মহসিন হোসাইন,মুরাদ ঢালি,দেলোয়ার হোসেন, রোমান শাহারিয়ারসহ আরও অনেকে।আলোচনা শেষে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
