জেবুন্নেছা জেবু, বার্সেলোনা প্রতিনিধি:পায়েস পার্বণের দেশ বাংলাদেশের চিরাচরিত পিঠা উৎসব মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে বার্সেলোনার স্হানীয় মধুর কেন্টিন রেষ্টুরেন্টে অনুষ্টিত হয়েছে।
মাদারীপুর জেলা সমিতির সভাপতি সফিক খানের সভাপতিত্বে উৎসবের সার্বিক দায়িত্বে ছিলেন জিনাত শফিক,রূপা আলম ,কেয়া শাহিন,দীবাসহ কার্যকরী কমিটির নেতৃবন্দ।প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত এম্বাহাদা দে বাংলাদেশের অনারারী কনসুলার সিনিয়র রামন পেদ্রো বারনাউস,বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন
স্হানীয় কাউন্সিলর নাতালীয়া মার্তিনেস রদ্রিগেজ, বীর মুক্তিযাদ্ধা আলাউদ্দিন হক নেছা, নজরুল ইসলাম,নবীনুন হক,শাহ আলম স্বাধীন, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম স্বপন,সোহেল গাজী, মোখলেছুর রহমান নাসিম,গিয়াস উদ্দিন,হানিফ শরীফ,শাহীন,কামরুল মোহাম্মদ,মেহেতা হক জানু সহ রাজনৈতিক, সামাজিকও সাংবাদিক নেতৃবন্দ ।
শীতকালীন পিঠা উৎসবে সন্ধা ৬টা থেকে লোক সমাগম হতে থাকে।বিচিত্র সাজের সাথে সাজিয়ে রাখা বাহারী পিঠার মিতালী চোখে পড়ার মত। ভাপা পিঠা ,ফুলি পিঠা,মুখ সুন্দরী, পোয়া পিঠা,পাইছ পাখন, পাটিসাপটা তীলক নাড়ু,সহ বিভিন্ন স্বাদের পিঠা উৎসবকে অন্যরকম আনন্দে ভরিয়ে তুলে।
সভাপতি সফিক খান বলেন,
বৈরীতা বহে আনে রুক্ষতা,আমরা বার্সেলোনায় বসবাসরত সকল বাংলাদেশীর সাথে সৌহার্দ্য বজায় রেখে এগিয়ে যেতে চাই।
সিনিয়র রামন পেদ্রো তার নিজস্ব ভাষায় বাংলাদেশী মানুষের আচার অনুষ্টান সদ্ভাব ও আন্তরিকতার প্রসংশা করেন।তিনি বলেন স্পেনিস হওয়া সত্ত্বেও তাদের হৃদ্যতার কাছে হার মেনেছি
বার বার।আমি বাঙ্গালীদের অনেক ভালবাসি।
মুক্তিযাদ্ধা আলাউদ্দিন হক নেছাসহ
অতিথিরা পিঠা উৎসবের ভূয়সী প্রশংসা করেন ,অতিথিদের পিঠা স্টল প্রদর্শনসহ রকমারী পিঠার স্বাদ নিতে দেখা যায়।রাত ১০টায় এই পিঠা উৎসব শেষ হয়।
