বাবরকে কোন ভারতীয় বোলার আউট করবেন, ভবিষ্যদ্বাণী রায়নার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করবে পাকিস্তান। শুরুতেই চরম স্নায়ুযুদ্ধে নেমে পড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

আর সেই হাইভোল্টেজ ম্যাচের জন্য অপেক্ষা আর গুনে গুনে ২৪ ঘণ্টাও নেই।

ম্যাচটিকে ঘিরে গত কয়েক দিন ধরে প্রস্তুতি নিচ্ছে দুদল। নেটে ঘাম ঝরিয়ে যাচ্ছেন বাবর আজম ও রোহিত শর্মারা।

এদিকে দুই দেশের সাবেক তারকা ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যেও চলছে ম্যাচটি নিয়ে ভবিষ্যদ্বাণী।

সেই ধারাবাহিকতায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এবার কথা বললেন ভারতের সাবেক অলরাউন্ডার সুরেশ রায়না।

ফর্মের তুঙ্গে থাকা পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে সাজঘরে ফেরাবেন কোন ভারতীয় বোলার? তার একটা ভবিষ্যদ্বাণী করেছেন রায়না।

নিজেদের বোলারদের মধ্যে আর্শদীপ সিংকেই এগিয়ে রাখলেন সাবেক তারকা।

রায়না বললেন, ‘বাবর একজন ভালো অধিনায়ক এবং একই সঙ্গে সে ভালো ক্রিকেটারও। সে তার দলের জন্য অনেক কিছুই করেছে। কিন্তু আশা করছি, আমাদের বিপক্ষে ম্যাচে তাকে আর্শদীপ আউট করবে।’

মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, হার্সেল প্যাটেলকে রেখে বাবরের সম্ভাব্য ঘাতক হিসেবে আর্শদীপের নাম কেন নিলেন রায়না?

তার একটা যুক্তি তো আছে অবশ্যই। সেটি হলো— আর্শদীপ বাঁহাতি পেসার। আর বাঁহাতি পেসারদের বিপক্ষে কিছুটা দুর্বল পাকিস্তান অধিনায়ক। গত দুই বছরে বাঁহাতি পেসারদের বলে ১২ বার আউট হয়েছেন বাবর।

তা ছাড়া দুজনের সবশেষ দেখায় স্বচ্ছন্দে খেলেননি বাবর। আরব আমিরাতে সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপে আর্শদীপের ৬টি বলের মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি ওপেনার। তিনটি বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। তবে একটি বাউন্ডারি হাঁকাতে পারেন। আর্শদীপের এক ওভার মোকাবিলায় ৬ রান করতে পারেন বাবর।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ