ইতালির ভেনিসে ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

আসলামউজ্জামান,ইতালি: প্রবাসীদের রেমিট্যান্সে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ -এই স্লোগানকে সামনে রেখে ইতালির ভেনিসে প্রবাসীদের নিয়ে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
স্থানীয় একটি রেস্টুরেন্টে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিব উল্লাহর সভাপতিত্বে ভেনিস প্রবাসী নাসির উদ্দিন ও আমজাদ হোসেনের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইন্টারন্যাশনাল সার্ভিস উইং এর প্রধান হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ভেনিসে বসবাসরত বিভিন্ন ব্যবসায়িক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে ব্যাংক থেকে যেন প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পায় এমনটি আশা করেন।প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসীদের জন্য ব্যাংকের নানা পরিকল্পনা ও সুযোগ-সুবিধার কথা উপস্থিত প্রবাসীদের মাঝে তুলে ধরেন। শেষে ভেনিস প্রবাসীদের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের জন্যে নৈশ ভোজের আয়োজন ছিল।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ