ইউক্রেনের ১০৮ নারী বন্দিকে মুক্তি দিল রাশিয়া

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এ যাবতকালের সবচেয়ে বড় বন্দিবিনিময় হয়েছে গত সোমবার। দুপক্ষ ২১৮ বন্দিকে মুক্তি দিয়েছে। এর মধ্যে ইউক্রেনের ১০৮ জন নারী রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের ১০৮ নারী বন্দিকে রাশিয়া মুক্তি দিয়েছে, যার মধ্যে বেশিরভাগই সেনাসদস্য।

গত মে মাসে রাশিয়া এদেরকে মারিউপোলের আজভস্তাল স্টিল মিলে অভিযান চালানোর সময় আটক করেছিল। খবর দ্য গার্ডিয়ানের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন তাদের ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে ৮০ জন বেসামরিক জাহাজের ক্রু এবং ৩০ জন সেনাসদস্য।

এসব বেসামরিক লোকজনকে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন আটক করে।উল্লেখ্য, তুরস্কের মধ্যস্থতায় দেশ দুটির মধ্যে যুদ্ধাবস্থায় বন্দিবিনিময় চুক্তি হয়।

এ চুক্তির আওতায় সোমবার তৃতীয়বারের মতো বন্দিবিনিময় হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ