ন্যাটোকে মোকাবিলায় বেলারুশে রুশ সেনা

রাশিয়ার সেনা বহনকারী প্রথম ট্রেন বেলারুশে পৌঁছেছে। শনিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বেলারুশ সীমান্তে ন্যাটো জোটের সামরিক তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহের প্রথম দিকে মস্কো এবং মিনস্ক যৌথবাহিনী মোতায়েনের জন্য একটি চুক্তি করে। খবর আলজাজিরার।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আঞ্চলিক সেনা মোতায়েনের ব্যবস্থা করার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং এটি সম্পূর্ণভাবে আত্মরক্ষামূলক।

রাশিয়া ও বেলারুশের মধ্যে ১৯৯৯ সালে নিরাপত্তা চুক্তি হয়, যার মধ্য দিয়ে দুই দেশ পরস্পরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে সম্পূর্ণভাবে জড়িত।

চলতি সপ্তাহের প্রথম দিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো ঘোষণা করেছিলেন য়ে, মস্কো ও মিনস্ক বেলারুশের মাটিতে সেনা মোতায়েনের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে।

তার ভাষায়— কিয়েভ এবং পাশ্চাত্যের দেশগুলোর পক্ষ থেকে বেড়ে চলা আগ্রাসীমূলক তৎপরতার কারণে রাশিয়ার সঙ্গে বেলারুশ সেনা মোতায়েনের চুক্তি করে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ