প্রাগে আয়েবার তৃতীয় গ্র্যান্ড কনভেনশন: শীর্ষ নেতারা এখন চেক প্রজাতন্ত্রে


ডেস্ক রিপোর্ট: অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-আয়েবার দুইদিনব্যাপী গ্রান্ড কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে। কাল শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এই কনভেনশন। ইতিমধ্য সংগঠনের শীর্ষ নেতারা প্রাদেশ পৌঁছেছেন ‌। আয়েবার মহাসচিব কাজী এনায়েতুল্লাহর নেতৃত্বে একটি বিশাল প্রতিনিধি দল এখন প্রাগে অবস্থান করছেন। চেক প্রজাতন্ত্রের দায়িত্বে নিয়োজিত জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশারফ হোসেন ভূইয়া দুই দিনব্যাপী এই কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।সংগঠনের প্রেসিডেন্ট ডঃ ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই কনভেনশন পরিচালনা করবেন মহাসচিব কাজী এনায়েতুল্লাহ। এবারের কনভেনশনের প্রতিপাদ্য বিষয় “টেকসই অভিবাসন”ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ রক্ষা, তাদের সমস্যার সমাধান এবং ইউরোপে একটি বার যোগ্য সমাজ গঠনে ভূমিকা রাখছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন। ২০১২ সালে গ্রিসের রাজধানী এথেন্স শুরু হয়েছিল এই সংগঠনের পথ চলা। তিন বছর পর পর্তুগালের রাজধানী নিজবনে দ্বিতীয় কনভেনশনের পর করোনা মহামারীসহ নানা কারণে সাত বছর অপেক্ষা করতে হয়েছে এই তৃতীয় কনভেনশনের।সংগঠনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন এবারের কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ। চলমান বিশ্ব পরিস্থিতির আলোকে সংগঠনকে আরো গতিশীল করা হবে বলে জানিয়েছেন তারা।
এই কনভেনশন কভার করতে বিভিন্ন দেশ থেকে মূল ধারার সাংবাদিকরাও এসেছেন। এছাড়া কনভেনশনে বর্ণ সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ইটালি, ফ্রান্স, স্পেন ছাড়াও বাংলাদেশ থেকে আগত প্রথিতযশা শিল্পীরা ‌।
ইউরোপের বিভিন্ন দেশের কমিউনিটি নেতারাও অংশ নেবেন এই কনভেনশনে। ফলে ওই সব দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের নজর এখন আয়েবার এই তৃতীয় গ্র্যান্ড কল্যাণ সেনের ওপর।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ