ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন বন্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক) বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন প্রমাণ করে ক্ষমতাসীনদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশনের (ইসি) দ্বারা অসম্ভব।
বুধবার এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক নির্বাচনের জন্য এই নির্বাচন কমিশন কোনো রকম যোগ্যতা রাখে না। গাইবান্ধা উপনির্বাচনের ঘটনা সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ক্ষমতাসীন দলের সাঙ্গ-পাঙ্গদের নিয়ন্ত্রণ করা জ্বি হুজুর টাইপের কমিশনের দ্বারা সম্ভব নয়। বাংলাদেশ কল্যাণ পার্টি সব সময় এই কথাটা জোর দিয়ে বলে যাচ্ছে।’
তিনি বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জোর দাবি করছি।’
নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, ইসিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা অনিয়মতান্ত্রিক ভোটগ্রহণের চেষ্টাকে প্রতিহত করতে না পারলেও নির্বাচন স্থগিত করে দিয়েছেন। এবার আমরা দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করব যে যাদের গাফলতিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা ব্যর্থ হয়েছে, তাদের বিচারটা কেমন হয় বা আদৌ হবে কি না।’
উল্লেখ্য, বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর বেলা সোয়া ২টার দিকে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, প্রথমে নানা অনিয়মের কারণে ৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে আমরা সিদ্ধান্ত নিলাম পুরো নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দেওয়ার। সেই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সেখানে আর ভোট হচ্ছে না। ভোটের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হবে। বন্ধ হওয়া ভোটের বিষয়ে আইন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।