ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ১৯৩ টি দেশের মধ্যে সর্বোচ্চ ১৬০ টি দেশের সমর্থন পেয়ে এই পরিষদের সদস্য হল শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশের মানবাধিকার নিয়ে আমেরিকাসহ অনেকেই বারবার প্রশ্ন তুললেও বিশ্ব নেতারা বাংলাদেশকে এই পরিষদের সদস্য নির্বাচিত করতে কোন্ঠা বোধ করেনি।আগামী তিন বছরের জন্য বাংলাদেশ এই পরিষদের সদস্য হিসেবে কাজ করবে। মোট ছয়টি দেশ এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলে বাংলাদেশসহ চারটি দেশকে গোপন ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়।
মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় ইতালি আওয়ামীলীগের অন্যতম নেতা, জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এক বিবৃতিতে জনাব জসিম বলেন, বাংলাদেশে যে, মানবাধিকার রয়েছে জাতিসংঘের এই পরিষদের সদস্য নির্বাচিত হওয়ায় তা প্রমাণিত হলো।
তিনি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের জনগণ আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে মনে করেন। ইটালি আওয়ামীলীগসহ দেশপ্রেমিক নাগরিকদের প্রতি হাজী জসিম শেখ হাসিনার নেতৃত্বে আস্থা রাখারও আহ্বান জানান।
