পুরুষ অভিভাবক ছাড়া হজ-ওমরাহ পালন করতে পারবেন নারীরা

সৌদি আরবে পবিত্র হজ ও ওমরাহ পালন করতে কোনো নারীকে আর বাধ্যতামূলকভাবে মাহরামের (রক্তের সম্পর্কের পুরুষ অভিভাবক) সঙ্গে যেতে হবে না। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নারীরা একাই সৌদি আরবে হজ-ওমরাহ পালনের উদ্দেশে যেতে পারবেন।

সোমবার এমন তথ্য জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ। তিনি এদিন মিশরের কায়রোতে সৌদি দূতবাসের একটি অনুষ্ঠানে কথা বলেন। খবর আরব গেজেটের।

সৌদি আরবে হজ বা ওমরাহ পালনের সময় নারীদের সঙ্গে মাহরাম থাকা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। অবশেষে কায়রোতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হজ-ওমরাহ বিষয়ক মন্ত্রী রাবিয়াহ এ বিতর্কের অবসান ঘটালেন।

হজ বা ওমরাহ পালনের ক্ষেত্রে বিশ্বের কোনো দেশের জন্য কোনো কোটা বা সংখ্যা নির্ধারিত নয় বলে জানান ড. তাওফিক আল-রাবিয়াহ। তিনি বলেন, যে কোনো দেশের যে কোনো মুসলিম যে কোনো ভিসা নিয়ে এসে হজ করতে পারবেন।

হজ ও ওমরাহ পালনের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের আগ্রহ রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত। অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ