মাত্র ৭ ঘণ্টার ব্যবধানে শ্বশুর-পুত্রবধূর মৃত্যু

ফেনীর দাগনভূঞায় মাত্র সাত ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হ‌য়ে‌ছে বলে জানা যায়।

শনিবার (৮ অক্টোবর) উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার বিকা‌লে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের হাফেজ শফিউল্লাহর বাড়ির মো: বেলায়েত হোসেন (৬৫) হৃদরোগজনিত কারণে ফেনী ডায়াবেটিস হাসপাতালে মারা যান।

এ খব‌র শু‌নে রাতে বুকে ব্যথা ওঠে তার বড় ছেলে আনোয়ার হোসেন রিয়াদের স্ত্রী কোহিনুর আক্তারের (২৬)। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

কোহিনুর আক্তার দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানান তার স্বজনরা।

কোহিনুরের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে ফাতিহা নুরের বয়স মাত্র পাঁচ বছর। আরেক মেয়ে ফাইজা নুরের বয়স মাত্র তিন বছর। কোহিনুরের বাবার বাড়ি ফেনী সদর উপজেলার মধুয়াই গ্রামে।

বাবার মৃত্যুর খবর শুনে আনোয়ার হোসেন দেশে ফেরার জন্য বিমানে চড়েন। পথিমধ্যে যখন স্ত্রীরও মৃত্যুর খবর শুনেন, তিনি বাকরুদ্ধ হ‌য়ে পড়েন।

র‌বিবার (৯ অক্টোবর) দু’জন‌কে পৃথক জানাযা শে‌ষে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হ‌য়।

মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। একইসাথে শ্বশুর ও পুত্রবধুর মৃত্যুর ঘটনা খুবই হৃদয়বিদারক।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ