বকুল খান স্পেন:
স্পেনের রাজধানী মাদ্রিদে সাড়ম্বরে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে । বাঙালি অধ্যুষিত এলাকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলরুমে অস্থায়ী পূজামণ্ডপে পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ৪অক্টবর দুর্গোৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ ধর্মীয় উৎসবে বাংলাদেশি ছাড়াও নেপাল ও ভারতের পশ্চিম বাংলার অনেক প্রবাসীও অংশ নিয়েছেন
প্রতি বছরের মতো এবারও অস্থায়ী পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করেছেন মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি হিন্দু সম্প্রদায়। ঢাক ঢোল ও শঙ্খ বাজিয়ে চলে উলুধ্বনি। দুর্গাপূজাকে ঘিরে মাদ্রিদে বাঙালি অধ্যুষিত লাভাপিয়েছে এর হিন্দু সম্প্রদায় এর মধ্যে উৎসবি আমেজ বিরাজ করছে |
এসোসিয়েশনের অস্থায়ী পূজামন্ডপ পরিদর্শন করে।স্পেনে বাংলাদেশ দূতাবাসের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ।এ দেশের মাটিতে কোনো জঙ্গিগোষ্ঠী বা মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির উত্থান এবং কখনোই কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। এই দেশ শান্তিকামী বাঙালিদের দেশ। এ দেশের স্বাধীনতা অর্জনে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান ধর্মের সব বাঙালি রক্ত দিয়েছে। তাই এ দেশ সবার। সব ধর্মেই বলা আছে, মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। এ দেশ সাম্প্রদায়িক নয়। বঙ্গবন্ধুর বাংলাদেশ অসাম্প্রদায়িক। গত কাল মাদ্রিদ সার্বজনীন শারদীয় দূর্গা উদযাপন কমিটির উদ্যো্গে অস্থায়ী ভাবে নির্মিত পূজামণ্ডপ পরিদর্শনকালে পুণ্যার্থীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে পূজা পরিদর্শনে আসেন স্পেনের নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত শ্রী দীনেশ কে পাটনায়েক|
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন ,স্পেন আওয়ামীলীগের সভাপতি এস আই আর এস রবিন ,সাধারণ সম্পাদক রিজভী আলম ,সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম , সহ সভাপতি একরামুজ্জামান কিরণ ,যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী ,সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সাংগঠনিক সম্পাদক ওহিদুজজ্জামান ওহিদ ,মাদ্রিদে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি স্বপন কুমার সাহা ,সাধারণ সম্পাদক বিকাশ চক্রবর্তী ,উপদেষ্টা উত্তম মিত্র , চক্রবর্তী ,শ্যামল দেবনাথ ,শংকর রায় ,সুব্রত মল্লিক ,তাপস দেবনাথ, আপন মন্ডল ,উজ্জল সাহা ,পলাশ সাহা ,রাখাল দেব ,দিলীপ সূত্রধর ,জয় সাহা, পলাশ সাহা,সুশীল সূত্রধর প্রমূখ
