ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উদযাপিত

ফ্রান্স প্রতিনিধি: ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। বুধবার প্যারিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে ফ্রান্স আওয়ামী লীগ।সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, দেশের সমৃদ্ধি, বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহিদ সদস্যের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে জন্মদিন উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি সুনাম উদ্দিন খালিক এবং এটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।এ সময় বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আশরাফুল ইসলাম, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, তছলিম উদ্দিন, সহ সভাপতি হাসান সিরাজ, নুরুল আবেদীন, আমিন খান হাজারী, মাহবুবুল হক কয়েছ, সহিদ মিয়াসহ অনেকে।সবশেষ কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে ফ্রান্স আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ