রোমে এম্বাসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে জাতীয় ক্রীড়া সংস্থার আলোচনা

ডেস্ক রিপোর্ট:রোমের ক্রীড়া অংঙ্গনের অগ্রগতি ও এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আলোচনা সভা করেছে জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি। রোমের রসই রেস্তোরাঁয় হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন। সাধারণ সম্পাদক আবদুর রশীদের পরিচালনায় সভায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতি জসিম উদ্দিন বলেন, আমরা প্রতি বছরের মতো এবারও এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লায়লা শাহ, ফিরোজ খান,হেলাল রায়হান,মিজানুল হক, সালাউদ্দিন আহমেদ, আরমান উদ্দিন স্বপন, মুহিব হাসানসহ আরও অনেকে।
সভাপতি জনাব জসিম উদ্দিন বলেন, আমরা ইতালির রাজধানী রোম ছাড়াও অন্যান্য প্রদেশে ফুটবল ক্রিকেটসহ খেলাধুলার বাকি টুর্নামেন্ট গুলো পরিচালনা করার‌ চিন্তাভাবনা করছি। রোম দূতাবাসের সহযোগিতা নিয়ে এসব খেলাধুলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ