খেরসনের হোটেলে ‘হিমার্স’ দিয়ে হামলা, সাবেক এমপি নিহত

ইউক্রেনের রুশ অধিকৃত খেরসন অঞ্চলের একটি হোটেলে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স মাল্টিপল রকেট সিস্টেম দিয়ে হামলা চলানো হয়েছে বলে ধারণা করছে রাশিয়া। রোববারের ওই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে বলে রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে জানিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত তাসের প্রতিবেদক জানিয়েছেন, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টার দিকে ইউক্রেনের সেনাবাহিনী খেরসনের হোটেলে হিমার্স মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম দিয়ে হামলা চালায়। এই অন্তত দুইজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে খেরসন অঞ্চলের সামরিক-বেসামরিক প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমাসভ জানিয়েছেন, খেরসন শহরের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সাবেক সংসদ সদস্য আলেক্সি ঝুরাভকো নিহত হয়েছেন।

স্ট্রেমাসভ আরও বলেন,তিনি হোটেলে ছিলেন। তাকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। সেখানে কোনো সামরিক স্থাপনা নেই বলেও উল্লেখ করেছেন তিনি।
এদিকে, খেরসন অঞ্চলের প্রশাসন হোটেলে ক্ষেপণাস্ত্র হামলাকে একটি পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ