৫ নদীর মোহনায় ‘ইত্যাদি’

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ৫টি নদীর মোহনায়। মঞ্চ নির্মাণ করা হয়েছে ঝালকাঠির ধানসিড়ি, সুগন্ধা, বিষখালী, বাসন্ডা, গাবখান নদীর মোহনায়।

এবারের ইত্যাদিও চমকে ঠাঁসা। এবারের পর্বে থাকছে নোয়াখালী জেলার সুবর্ণচরের এক সময়ের রিকশাচালক সৈয়দ আহমেদের ওপর একটি অনুকরণীয় প্রতিবেদন ও যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের ওপর একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন।

এবারের পর্বে দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী ও শফি মণ্ডল। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন হানিফ সংকেত।

এছাড়া থাকছে ঝালকাঠির নদী ও গৌরবগাঁথা নিয়ে পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত। নৃত্য পরিচালনা করেছেন দেবাশীষ সেন গুপ্ত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানিয়েছে, পর্বটি আগামী ৩০ সেপ্টেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সম্প্রচারিত হবে। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ