করোনায় মৃত্যুর হার ঊর্ধ্বমুখী : ২৪ ঘণ্টায় মৃত্যু ২ সহস্রাধিক

করোনাভাইরাসে মৃত্যের মিছিল যেন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দু’হাজার ১১০ জনের। নতুন শনাক্ত চার লাখ ৭১ হাজার ৪৬১ জন। এছাড়া এক দিনে সুস্থ হয়েছেন চার লাখ ৪৫ হাজার ৫৭৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬১ কোটি ৯২ লাখ তিন হাজার ৬০৫ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৩৬ হাজার ৭৯৭ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৯ কোটি ৯১ লাখ ছয় হাজার ৫৮৯ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৭২৮ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮০ হাজার ৮৩৬ জন।

তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ৪২৫ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৪৪৯ জনের।

তালিকার তৃতীয়তে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫০ লাখ ৫০ হাজার ১৩৩ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৫৪ হাজার ৮৫৪ জনের।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ