৯ বারের চেষ্টায় সফল বাংলাদেশ

অবশেষে স্বপ্নপূরণ হলো বাংলাদেশের। নবমবারের চেষ্টায় নেপালকে হারাল বাংলাদেশ। নেপালের ঘরের মাঠেই স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল।

অতীতের আটবারের মুখোমুখিতে ছয় হার ও দুই ড্র বাংলাদেশের।

২০১০ সালে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এসএ গেমসের ম্যাচে ১-০তে হেরেছিল স্বাগতিকরা।

একই বছর কক্সবাজারে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনাদের হার ৩-০ গোলে।

২০১৪ সালে পাকিস্তানে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে ১-০, দুই বছর পর শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসে ৩-০ গোলে।

২০১৯ সালে নেপালের বিরাটনগরে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপেও একই ব্যবধানে হার দেখেছেন সাবিনারা।

২০১৮ সালে মিয়ানমারে অনুষ্ঠিত অলিম্পিক বাছাইপর্বের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

এছাড়া ঢাকায় অনুষ্ঠিত দুটি প্রীতি ম্যাচের একটি গোলশূন্য ড্র হলেও অন্যটিতে সফরকারীদের কাছে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে এবার আর সেই পথে হাঁটতে হয়নি কোচ গোলাম রব্বানী ছোটনের শীষ্যদের।

খেলার ১৪ মিনিটেই বদলি খেলোয়াড় শামসুন্নাহারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৪১ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন কৃষ্ণা রানী সরকার।

নেপালের হয়ে ৭০ মিনিটে একমাত্র গোলটি করেন আনিতা বেসন্ত।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ