প্রবাসী ও দেশের উন্নয়নের কথা বলবে কারেন্ট স্বদেশ বিদেশ

স্টাফ রিপোর্টার: নতুন আঙ্গিকে কারেন্ট স্বদেশ বিদেশ পত্রিকার প্রকাশনা উপলক্ষে চেয়ারম্যান হাজী মো:জসিম উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, কারেন্ট স্বদেশ বিদেশ ইতালিসহ বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশী এবং দেশের উন্নয়নের লক্ষ্যে সত্যের পথে থেকে কথা বলবে। জনাব জসিম উদ্দিন বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন, এত অনলাইন এবং প্রিন্ট ভার্সনের পত্রিকা থাকার পর নতুন করে কারেন্ট স্বদেশ বিদেশ পত্রিকা কেন আমরা প্রকাশ করতে গেলাম?

সত্যি কথা বলতে, এই মুহূর্তে ইতালি থেকে সকলের গ্রহণযোগ্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং দেশীয় সংস্কৃতি বিকাশের লক্ষ্যে একটি পত্রিকার বড়ই অভাব। আমি মনে করি, এই পত্রিকাটি দলমত নির্বিশেষে সকলের জন্যই কথা বলবে। আমাদের শ্লোগান “সত্যের পক্ষে” থেকে যেকোনো সংবাদ পরিবেশনে আমাদের কোন বাধা থাকবে না।
দেশপ্রেম আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে কারেন্ট স্বদেশ বিদেশ। কথা বলবে দেশীয় সংস্কৃতি বিকাশে প্রবাসীদের ভূমিকা নিয়েও।

আমরা সকল রাজনৈতিক, আঞ্চলিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নারী সংগঠন সমূহের সহযোগিতা প্রত্যাশা করি। ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের ইতিবাচক সকল সংবাদের পাশাপাশি প্রবাসী সেবা গ্রহণকারী যে কোনো অভিযোগও আমরা যথাযোগ্য মর্যাদা দিয়ে প্রকাশ করার ইচ্ছা পোষণ করি।

আমরা আনন্দিত যে, কারেন্ট স্বদেশ বিদেশের সম্পাদক হিসাবে যিনি দায়িত্ব নিতে রাজি হয়েছেন-তিনি বাংলাদেশের এক সময়ের প্রফেশনাল সাংবাদিক। দুই যুগেরও বেশি সময় ধরে ইউরোপে একজন দক্ষ সাংবাদিক হিসেবে যার ব্যাপক পরিচিতি রয়েছে, তিনি আমাদের সাথে শেষ অবধি থাকবেন বলে আমি বিশ্বাস করি। জাতীয় প্রেসক্লাবের সাবেক সদস্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের(বিএফইউজে)
সাবেক প্রচার সম্পাদক হাসান মাহমুদ কারেন্ট সময় নিউজের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
আমার বিশ্বাস, তিনি এই পত্রিকাটিকে সকলের গ্রহণযোগ্য করে গড়ে তুলতে আমাদের পাশে থাকবেন।

ইতালি তথা ইউরোপে বসবাসকারী বাংলা ভাষাভাষী প্রবাসীরা জানেন, স্বদেশ বিদেশ পত্রিকার চেয়ারম্যান হিসেবে প্রিন্ট ভার্শনে দৈনিক আকারে প্রকাশ করে ব্যাপক সাড়া ফেলেছিলাম আমরা। ওই দৈনিক পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবেও হাসান মাহমুদ দায়িত্ব পালন করেছিলেন। সম্পাদক ছিলেন সিনিয়র সাংবাদিক ইকবাল হোসেন। নতুন আঙ্গিকে কারেন্ট স্বদেশ বিদেশ’কে ইকবাল হোসেনও সহযোগিতা করবেন বলে আমি মনে করি।
পরিশেষে বিদেশের মাটিতে একটি পত্রিকা প্রকাশের ক্ষেত্রে আমরা ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানেরও ইতিবাচক সহযোগিতা আশা করছি।
আমি পত্রিকার সকল সাংবাদিক, বিজ্ঞাপন দাতা, শুভানুধ্যায়ীদের আগাম অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ