অসুস্থতার খবরের পর প্রথমবার প্রকাশ্যে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অসুস্থতার খবরের পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কালো পোশাক এবং মাস্ক পরে খামেনি শিয়া মতাবলম্বীদের আরবাইন পালন উপলক্ষে একটি শোক অনুষ্ঠানে অংশ নেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

করোনভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত দুই বছর পর শুরু হওয়া এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষার্থী দলের প্রতিনিধিদের সঙ্গে অংশ নেন।

খামেনির ওয়েবসাইটে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, সর্বোচ্চ নেতা হাঁটছেন, ভিড়ের দিকে হাত নেড়ে শোক অনুষ্ঠান পালন করতে বসেছেন।

৮৩ বছর বয়সী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ‘গুরুতর অসুস্থ’ হওয়ার একাধিক অসমর্থিত প্রতিবেদনের পরে তার প্রকাশ্যে আসার খবর সামনে এলো।

এর আগে শুক্রবার নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত সপ্তাহে অসুস্থ হয়ে পড়ার পর পর্যবেক্ষণে ইরানের সর্বোচ্চ নেতা সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

দীর্ঘ ৩৩ বছর ধরে তিনি ইসলামিক রিপাবলিক অব ইরানের নেতৃত্বে রয়েছেন।

১৯৮১ সালে আততায়ী হামলায় খামেনিকে হত্যার চেষ্টা করা হয়। এ জন্য কিছু আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত। ২০১৪ সালে প্রোস্টেট ক্যান্সারের কারণে তার সার্জারি করা হয়। সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে ৮৩ বছর বয়সি এই ধর্মীয় নেতাকে বেশ দুর্বল দেখা গেছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ